Wellcome to National Portal
Main Comtent Skiped

About Institution

দু:স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র,কোনবাড়ী,গাজীপুর

দুঃস্থ শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সঠিক ভাবে পুনর্বাসিত করার উদ্দেশ্যে গাজীপুর জেলার কোনাবাড়ী, ছেলেদের জন্য প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে প্রতিষ্ঠা করা হয়েছে।

সেবা

  • দুঃস্থ শিশুদের প্রতিপালন
  • পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

 

সেবাদান কেন্দ্র

ক্র

কেন্দ্রের নাম ও ঠিকানা

ফোন

মোবাইল

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর

+৮৮ ০২ ৯২৯৮৮২৫

+৮৮০১৭০৮৪১৫৩২৯


 

     


কেন্দ্রের বিবরণ

ক্র

কেন্দ্রের নাম ও ঠিকানা

প্রতিষ্ঠাকাল

নিবাসীর ধরন

আসন সংখ্যা

দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর

১৯৮২

বালক

৪০০

 

       

 

সেবা প্রদান পদ্ধতি ও কার্যাবলি

নির্ধারিত ফরমে  ৬-৯ বছরে বিপন্ন ও ঝুকিপূর্ণ  শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্তুত করা হয়। সংশ্লিষ্ট ভর্তি কমিটির মাধ্যমে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে উপযূক্ত নিবাসীকে ভর্তির জন্য নির্বাচন করা হয়। ভর্তিকৃত নিবাসীদের  ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

  • প্রতি বছর ডিসেম্বর মাসে ৫-৯ বছর বয়সী দুঃস্থ শিশুর অভিভাবক কর্তৃক  নির্ধারিত ফর্মে আবেদন গ্রহণ;
  • সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;
  • ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন
  • বিনামূল্যে শিশু ভর্তি;
  • পারিবারিক পরিবেশে স্মেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা।

 

সেবা প্রদানের লক্ষ্যভুক্ত শিশু

  • দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও দুঃস্থশিশু যাদের বয়স ৫-৯ বছর তারা ভর্তির যোগ্য।
  • শিশু আইন ২০১৩  অনুযায়ী প্রেরিত সুবিধা বঞ্চিত শিশু

 

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

 

সংশ্লিষ্ট আই/বিধি/ নীতিমালা

শিশু আইন, ২০১৩

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • কেন্দ্র পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;
  • শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;
  • শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;
  • শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;
  • শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

  • আসন শূন্য সাপেক্ষে আবেদনের ১ মাসের মধ্যে ভর্তি
  • ভর্তির পর এতিম শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।

 

যার সাথে যোগাযোগ করতে হবে

প্রাথমিক পর্যায়ে সহকারী পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুর

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর

পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদফতর, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা