Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনাব মোঃ শিবলী মাহমুদ হীরার সফলতার গল্প
ডাউনলোড

জনাব মোঃ শিবলী মাহমুদ হীরা চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়। মায়ের মৃত্যুর পর কোনাবাড়ী গাজীপুরে দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রে আসে। ১৯৯৯ খ্রিস্টাব্দে ৩য় শ্রেণীতে ভর্তির মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানে তার শিক্ষা কার্যক্রম শুরু হয়। ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ২০০৭ খ্রিস্টাব্দে কোনাবাড়ী এম এ কদ্দুস উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ প্রতিষ্ঠানে অবস্থান কালে পড়াশুনার পাশাপাশি সে ইলেকট্রিক এবং বই বাঁধায়ের উপর প্রশিক্ষণ গ্রহণ   করে। চুয়েট থেকে তড়িৎ প্রকৌশলে (EEE) স্নাতক ডিগ্রী সম্পন্ন করে। ঐ বছরই ঢাকা বিশ^বিদ্যালয়ের পরমাণু প্রকৌশল (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং) বিভাগের স্নাতকোত্তর ডিগ্রীঅর্জন করেন।
 বর্তমানে সে International Atomic Egency (IAEA) এবং China Atomic Energy Agency(CAEA) এর যৌথ ব্যবস্থাপন এবং Chinese cholarship Council(CSC) এর অর্থায়নে চীনের Heilongjianag প্রদেশের Harbin এ অবস্থিত Harbin Engineering University তে Nuclear Engineering এ ৩ বছর মেয়াদী Masters প্রোগ্রাম এ অধ্যয়নরত।